স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদে প্রস্থানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, কে কী চায়, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা সেফ এক্সিট নিয়ে কী করব?
রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের কথা মাথা থেকে মুছে ফেলতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা হবে নিরপেক্ষ, পেশাদারিত্বের মধ্যে থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা।
স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয়, সফলতা প্রচার করা হয় না। আমরা এখনো দুর্নীতি ও মাদক কমাতে পারিনি। রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক পুলিশের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এ বছর আলু উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছেনা। কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে কিছু আলু ক্রয় করা হবে।